Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

-----দেশের মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে চায়না জাল, চরপাটা, খালের মুখ বন্ধ করে মাছচাষ ও মাছধরা বন্ধ করুন। দেশীয় মাছ রক্ষায় অবদান রাখুন।----------মাছের নির্বিঘ্ন চলাচল প্রজননের জন্য খাল বা জলাশয়ে আড়াআড়ি বাধঁ নির্মান ও ভেশালের মতো স্থায়ী  স্থাপনা নির্মান করে মাছ আহরন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।-----


শিরোনাম
ঘাঘর-গোপালগঞ্জ সদর খালের কোটালীপাড়া অংশ থেকে ০৫ টি বাধঁ ও ০৩ টি ভেশালউচ্ছেদ করা হয়েছে। সাথে ০৩ টি চায়না ও ০২ টি ভেশালের জাল পোড়ানো হয়েছে। 🕵️‍♂️ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এস এম
বিস্তারিত
👮‍♀️ ঘাঘর-গোপালগঞ্জ সদর খালের কোটালীপাড়া অংশ থেকে ০৫ টি বাধঁ ও ০৩ টি ভেশালউচ্ছেদ করা হয়েছে। সাথে ০৩ টি চায়না ও ০২ টি ভেশালের জাল পোড়ানো হয়েছে। 🕵️‍♂️ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এস এম শাহজাহান সিরাজ অপু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান প্রধান সহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
16/11/2023
আর্কাইভ তারিখ
24/03/2024