গোপালগঞ্জ জেলার অন্তর্গত কোটালীপাড়া উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গীপাড়া উপজেলা হতে মাত্র ২২ কিলোমিটার দুরে অবস্থিত। উপজেলাটি মৎস্য সম্পদে পরিপূর্ণ একটি উপজেলা। বিল, খালে পরিপূর্ণ এই উপজেলা দেশীয় প্রজাতীর মাছে পরিপূর্ণ একটি উপজেলা। সম্প্রতিক সময়ে অবৈধজালে পরিপূর্ণ হয়ে যাওয়ায় যখন মৎস্য সম্পদে পরিপূর্ণ এই উপজেলা ধীরে ধীরে কমতে শুরু করেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক গৃহিত নানামুখী পদক্ষেপের কারনে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে। অভয়াশ্রম স্থাপন, বিল নার্সারী স্থাপনের কারনে এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে সাধারণ মানুষের ধারনা।
এছাড়াও মাছচাষের এই উপজেলা অন্যান্য।উপজেলার প্রায় ৬০০০ পুকুরে বর্তমানে বানিজ্যিকভাবে মাছচাষ শুরু হয়েছে। যার ফলে প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষীদের জীবনমানেরও উন্নয়ন ঘটছে। বর্তমানে উপজেলায় মাছের উৎপাাদন প্রায় ১৮,০০০ মেট্রিক টন। যা গত ১৫ বছর আগের তুলনায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস