Wellcome to National Portal

-----দেশের মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে চায়না জাল, চরপাটা, খালের মুখ বন্ধ করে মাছচাষ ও মাছধরা বন্ধ করুন। দেশীয় মাছ রক্ষায় অবদান রাখুন।----------মাছের নির্বিঘ্ন চলাচল প্রজননের জন্য খাল বা জলাশয়ে আড়াআড়ি বাধঁ নির্মান ও ভেশালের মতো স্থায়ী  স্থাপনা নির্মান করে মাছ আহরন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।-----

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মতামত ও পরামর্শ

সিনিয়র উপজেলা মৎস্য অফিস কর্তৃক মৎস্যচাষ, মৎস্য সেক্টরে উদ্যোক্তা উন্নয়ন, বিল নার্সারী উন্নয়ন, মাছের রোগব্যাধী ও সাধারণ সমস্যাবলি, মৎস্যচাষ উন্নয়নে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে মতামত ও পরামর্শ দিয়ে থাকে। মৎস্য সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য ০১৭৬৯৪৫৯২৪০ অথবা sufokotalipara@fisheries.gov.bd ই-মেইলের মাধ্যমে অনলাইনে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন।